একাকিত্বের কবিতা

একাকিত্বের কবিতা – আমার একটা এমন কেউ আছে | Bangla Kobita

একাকিত্বের কবিতা – আমার একটা এমন কেউ আছে: একাকীত্ব জীবন কারো পছন্দ নয় কিন্তু এই একাকীত্ব আমাদের একমাত্র সঙ্গী। প্রেম ভালবাসা কিংবা বিয়ের পরেও মানুষ বুঝতে পারে যে সে একা। একাকী এ জীবনে সবকিছুই ভ্রম। এরকম চিন্তাভাবনা আর বাস্তবতা নিয়ে আজকের এই কবিতা। আশা করি আপনাদের ভাল লাগবে।

আমার একটা এমন কেউ আছে

– ফারহানা পুতুল

হাতের উপর বিশ্বস্ত একটা হাত রেখে আমাকে
কেউ কোন দিন বলেনি ভালোবাসি,
বলেনি ছেড়ে যাবো না কখনো
তবুও আমার মনে হয়-
আমার একটা এমন কেউ আছে!

রাত-বিরেতে ফোনে কিংবা মেসেঞ্জারে
কেউ কোন দিন ওপাশ থেকে ছুড়ে দেয়নি,
খুব আনমনে গাওয়া কোন গান।
গলাটা ওমন ভাঙ্গা জেনেও
কবিতা পরে শোনানোর আবদার কেউ করেনি,
কারো সাথে শুধু ভালোবাসার কথা বলে
কখনোই রাত থেকে ভোর হয়নি আমার।
তবুও আমার মনে হয়
আমার একটা এমন কেউ আছে!

নিজের খুব একান্ত ব্যাক্তিগত কষ্ট
কাছের মানুষ ভেবে আমায় কেউ বলেনি কখনো,
আমিও কখনো খুব আপন কেউ হয়ে
গভীর রাতে না ঘুমিয়ে –
শুনিনি কারো কান্নার আর্তনাদ।
আমাকে খুব ব্যাকুল হয়ে কেউ কোন দিন বলেনি,
তুই কখনো আমায় ছেড়ে যাবি না বল?
তবুও আমার মনে হয়
আমার একটা এমন কেউ আছে!

আমাকে নিজের সমস্তটা দিয়ে,
আবেগের ওমন উষ্ণতা দিয়ে
কেউ কখনো ছুয়েঁ দেয়নি,
খুব আদর নিয়ে নাক ডুবোয়নি
আমার খোলা চুলে।
এই আমির মাঝে
নিজের সত্তাকে হারিয়ে কখনো নিখোজঁ হয়নি।
তবুও আমার মনে হয়,
আমার একটা এমন কেউ আছে!

হুড তোলা রিকশায়,
শহরের রেস্তরায়,
বিছানো সবুজ ঘাসে
পার্ক এর পিচঢালা বেঞ্চিতে,
দিন-দুপুরে বসে আমার সাথে
বেখায়ালি গল্প জুড়ে দেয়নি কেউ।
তবুও আমার মনে হয়,
আমার একটা এমন কেউ আছে!

হঠাৎ রেগে গিয়ে নিজের সমস্ত
অভিমান গুলো নিয়ে,
আমাকে কেউ প্রচন্ড বকেনি,
আবার কারো উপর প্রচন্ড অভিমান করে
আমার চোখেও জমেনি- অভিমানি জল।
হঠাৎ ওমন কাদিঁয়ে, আবার বুকের সাথে লাগিয়ে
বলেওনি কেউ কখনো ভালোবাসি।

তবুও আমার মনে হয়
আমার একটা এমন কেউ আছে!
খুব আপন একটা কেউ।।

আরো পড়ুন- কষ্টের ছোট কবিতা – লকডাউন সম্পর্কের আড়ালে থাকা প্রেম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *