ভালোবাসার কবিতা – ভালবাসার সাহিত্য | Valobasar Kobita

ভালোবাসার কবিতা – ভালবাসার সাহিত্য: আমরা এই যে এত ভালবাসি বলি কিন্তু আমরা কি জানি ভালবাসা আসলে কি? আর কিভাবেই বা ভালবাসাতে হয়? তাহলে কবি রওশন আরা মুন্নার কাছে থেকে জেনে নেয়া যাক।

ভালবাসার সাহিত্য

রওশন আরা মুন্না


ভালোবাসা প্রমাণ করার বিষয় নয়।
ভালোবাসা উপলব্ধির বিষয়।
তোমাকে কতটা ভালোবাসি
কত কেজি ভালোবাসি
কত মণ ভালোবাসি
তোমার জন্য হৃদয়ে কতটা জায়গা রেখেছি?
কতটা পুড়ছি, কতটা জ্বলছি,
কতটা ত্যাগ করছি। তোমার বিরহে কতটা বিক্ষত হচ্ছি।
ইত্যাদি আদ্যপান্থের প্রমাণ দিতে দিতে ভালোবাসা আর ভালোবাসা থাকে না, বরং সেটা হয়ে ওঠে পরীক্ষার মতো।

এত পরীক্ষা দিয়ে কি ভালোবাসা যায়?
ভালোবাসা থাকে হৃদয়ের কোটরে সুষুপ্ত।
ক্ষণে ক্ষণে ফুঁটে ওঠে রাগে কিংবা অনুরাগে।

আবার এসব সাহিত্য ভেব না প্রেমিক।
জীবন ই সাহিত্য
সাহিত্যই জীবন
দুটোর সম্পর্ক স্বামী স্ত্রীর মতো নিগূঢ়।

আমাকে ভালোবাসো
কিন্তু সাহিত্য সহ্য করতে পারো না!

অথচ আমার অস্থি জুড়ে সাহিত্যের বাস।
সাহিত্যের দরজা ডিঙিয়েই আমাকে ছোঁয়া যাবে।
সাহিত্যই আমি
আমাতেই সাহিত্য।
আমাকে পড় আগে
তবেই তুমি পাবে পৃথিবীর তাবৎ সাহিত্যের স্বাদ।

আরো পড়ুন- একলা মেয়ে কবিতা – আমি মেয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *